১২ডিসেম্বর,মঙ্গলবার পুঁজিবাজারে ঊর্ধ্বমূখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন ।পাশাপাশি,দর কমেছে বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম।শেয়ার দর শতাংশ হিসাবে সবচেয়ে বেশি কমেছে ওষুধ ও রসায়ন খাতের ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ৩৯.৫০ টাকা থেকে কমে ৩৭.৮০ টাকায় নেমে গেছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ১.৭০ টাকা বা ৪.৩০ শতাংশ। এ কারণে কোম্পানিটি ডিএসইর দর কমার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিথুন নিটিংয়ের ৩.৬৪ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৩.২৩ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.২২ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৩.১০ শতাংশ, সমতা লেদারের ৩.০৪ শতাংশ, বিডি ল্যাম্পসের ২.৯৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২.৫২ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৩৯ শতাংশ এবং বিচ হ্যাচারির শেয়ার দর ২.২৮ শতাংশ কমেছে।
আজকের বাজার:এসএস/১২ডিসেম্বর ২০১৭