মঙ্গলবারের ২৬ ডিসেম্বর লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর শতাংশ হিসাবে সবচেয়ে বেশি কমেছে এমারেল্ড অয়েলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর ২৩.১০ টাকা থেকে কমে ২০.৯০ টাকায় নেমে গেছে। অর্থাৎ কোম্পানিটির দর কমেছে ২.২০ টাকা বা ৯.৫২ শতাংশ। এ কারণে কোম্পানিটি ডিএসইর দর কমার তালিকার শীর্ষে উঠে আসে।
এ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্স মিল্কের ৬.৬০ শতাংশ, বিচ হ্যাচারির ৫.৭৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৫.৩২ শতাংশ, মেঘনা পেটের ৫.২৬ শতাংশ, কনটিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.০২ শতাংশ, গ্রীণডেল্টার ৪.৬১ শতাংশ, শ্যামপুর সুগারের ৪.৩৫ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৪.৩২ শতাংশ এবং ইস্টার্ন কেবলসের শেয়ার দর ৪.১৯ শতাংশ কমেছে।
আজকের বাজার:এসএস/২৬ডিসেম্বর ২০১৭