দর কমার শীর্ষে এমারেল্ড ওয়েল

 সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর লেনদেন শেষে দর শতাংশ হিসাবে সবচেয়ে বেশি কমেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারেল্ড অয়েলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ১৯.৪০ টাকা থেকে কমে ১৮.২০ টাকায় নেমে গেছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১.২০ টাকা বা ৬.১৮ শতাংশ। এ কারণে কোম্পানিটি ডিএসইর দর কমার তালিকার শীর্ষে উঠে আসে।

এ  তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নাহি অ্যালুমিনিয়ামের ৫.১৬ শতাংশ, রহিমা ফুডের ৩.৫৮ শতাংশ, জুট স্পিনার্সের ৩.১৮ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৩.০৮ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.০২ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ২.০২ শতাংশ, অলিম্পিকের ১.৯৭২ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১.৯৭১ শতাংশ এবং কেডিএস এক্সেসরিজের শেয়ার দর ১.৭৬ শতাংশ কমেছে।

আজকের বাজার:এসএস/২৮ডিসেম্বর ২০১৭