সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারের ১৮ ডিসম্বের লেনদেন শেষে শতাংশ হিসেবে সবচেয়ে বেশি দর কমেছে দুলা মিয়া কটনের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন দুলামিয়া কটনের শেয়ার দর ৩২.৩০ টাকা থেকে কমে ৩০.১০ টাকায় নেমে গেছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২.২০ টাকা বা ৬.৮১ শতাংশ। এ কারণে কোম্পানিটি ডিএসইর দার কমার তালিকার শীর্ষে উঠে আসে।
এ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইমাম বাটনের ৬.৪০ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৫.৮৩ শতাংশ, মডার্ণ ডাইংয়ের ৫.০৬ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.৫৯ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৪.১৬ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৩.৮১ শতাংশ, সমতা লেদারের ৩.৭০ শতাংশ, সোনালী আঁশের ৩.৬০ শতাংশ এবং পিপলস লিজিংয়ের শেয়ার দর ৩.৫৭ শতাংশ কমেছে।
আজকের বাজার:এসএস/১৮ডিসেম্বর ২০১৭