দর কমার শীর্ষে ফু্ ওয়াং ফুড

LOSER Rubber Stamp over a white background.

সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার, ৭ডিসেম্বর লেনদেন শেষে দর কমার শীর্ষে আছে ফু্ ওয়াং ফুড লিমিটেড। এদিন কোম্পানিটির দর কমে ১০.০৮শতাংশ।

ডিএসই’র দেয়া তথ্য অনুযায়ী দর কমার শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৩৯ শতাংশ, বিডি থাই এলুমিনিয়াম লিমিটেডের ৩.৪১ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৩.১৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ২.৫১ শতাংশ, রুপালী ব্যাংক লিমিটেডের ২.৬৪ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপিইয়ার্ড লিমিটেডের ২.৪৩শতাংশ, প্রাইম ব্যাংক লিমিটেডের ২.৩৫ শতাংশ,যমুনা ব্যাংক লিমিটেডের ২.৩৩শতাংশ এবং মেঘনা লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের দর কমেছে ২.২৯শতাংশ।

আজকের বাজার:এসএস/এলকে ৭ ডিসেম্বর