উত্থানের মধ্য দিয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দর কমেছে একশ উপরে কোম্পানির। শেয়ার দর শতাংশ হিসাবে সবচেয়ে বেশি কমেছে মিউচ্যুয়াল ফান্ড খাতের ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ফান্ডটির শেয়ার দর ৯.৭০ টাকা থেকে কমে ৯.৩০ টাকায় নেমে গেছে। অর্থাৎ ফান্ডটির দর ০.৪০ টাকা বা ৪.১২ শতাংশ কমেছে। এ কারণে ফান্ডটি ডিএসইর দর কমার তালিকার শীর্ষে উঠে আসে।
এ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল টিউবসের ৩.৪৫ শতাংশ, পিএলএফএসএলের ২.৯৮ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ২.৯৪ শতাংশ, জিকিউ বলপেনের ২.৩৬ শতাংশ, আইবিসি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ২.২৯ শতাংশ, এসইএমএল আইবিবিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ২.২৪ শতাংশ, বঙ্গজের ২.২২ শতাংশ, জেমিনি সী ফুডের ২.০৮ শতাংশ এবং সোনালী আঁশের শেয়ার দর ২.০২ শতাংশ কমেছে।
আজকের বাজার:এসএস/৫ডিসেম্বর ২০১৭