সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারের তালিকাভুক্ত যেসব কোম্পানির দর কমার শীর্ষে রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এদিন ব্যাংকটির শেয়ার দর ১৭ টাকা ১০ পয়সা থেকে কমে ১৫ টাকা ১০ পয়সায় নেমে গেছে। অর্থাৎ ব্যাংকটির শেয়ার দর ২ টাকা বা ১১ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এর মধ্যেমে ব্যাংকটি ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং। কোম্পানিটির দর কমেছে ৮ দশমিক ৭২ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের দর কমেছে ৮ দশমিক ৬৭ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো-দুলামিয়া কটন (৮ দশমিক ০৪ শতাংশ). জিলবাংলা (৬ দশমিক ৭৪ শতাংশ), জনতা ইন্স্যুরেন্স ৬ দশমিক ৬৬ শতাংশ), সাভার রিফ্রাক্টরিজ (৫ দশমিক ৬৩ শতাংশ), বার্জার পেইন্টস (৪ দশমিক ৯৯ শতাংশ), মিথুন নিটিং (৪ দশমিক ৭৩ শতাংশ) এবং সুহৃদ ইন্ডাসট্রিজ (৪ দশমিক ৪৪ শতাংশ)।
রাসেল