সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১৯ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের মেঘনা কনডেন্স মিল্কের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর ২৩.৩০ টাকা থেকে কমে ২১.১০ টাকায় নেমে গেছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৯.৪৪ শতাংশ কমেছে। এ কারণে কোম্পানিটি ডিএসইর দর কমার তালিকার শীর্ষে উঠে আসে।
এ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দুলামিয়া কটন ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯.৩০ শতাংশ করে, বিচ হ্যাচারির ৬.৫২ শতাংশ, ফাইন ফুডসের ৫.৮২ শতাংশ, মডার্ণ ডাইংয়ের ৪.৬০ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৪১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.৩৪ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৪.২১ শতাংশ এবং জিলবাংলার শেয়ার দর ৪.১২ শতাংশ কমেছে।
আজকের বাজার:এসএস/১৯ডিসেম্বর ২০১৭