দর কমার শীর্ষে শ্যামপুর সুগার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজারের বা দর কমার শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর  ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ  ২৭ টাকা ৯০ পয়সা বেচাকেনা হয়েছে। ৭০ বারে কোম্পানির ১০ হাজার  ৪৫৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল  ৩ লাখ টাকা।

লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস। আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৩৩ টাকা ৫০ পয়সা বেচাকেনা হয়েছে। ১৪৩ বারে কোম্পানির ৫১ হাজার ৫৬৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যার, বিডি অটোকার্স, সাভার রিফ্যাক্ট্ররিজ, বিডি ফিন্যান্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, জিলবাংলা সুগার মিলস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স।