সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১১ডিসেম্বরে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শতাংশ হিসাবে শেয়ার দর বেশি কমেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের শ্যামপুর সুগার মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ দিন কোম্পানিটির শেয়ার দর ৫৭.৮০ টাকা থেকে কমে ৫২.২০ টাকায় নেমে গেছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫.৬০ টাকা বা ৯.৬৮ শতাংশ। এ কারণে কোম্পানি ডিএসইতে দর কমার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর কমার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলার ৭.৩০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৫.৮১ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৫.১২ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৪.৯৭ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৪.৯৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৫৪ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.২৬ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৪.১২ শতাংশ এবং রংপুর ফাউন্ড্রির শেয়ার দর কমেছে ৪.০৬ শতাংশ ।
আজকের বাজার:এসএস/১১ডিসেম্বর ২০১৭