দর কমেছে টিসিবির তিন পণ্যের

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পবিত্র রমজান মাস উপলক্ষে  রাজধানীসহ সারাদেশে পণ্য বিক্রি শুরু করার ১২ দিনের মাথায় এসে ৩টি পণ্যের দর কমিয়েছে। কিছুটা দর কমিয়ে বিক্রি হওয়া পণ্যগুলো হলো- মসুর ডাল, ছোলা ও খেজুর।

চলতি মাসের ৬ তারিখ থেকে সংস্থাটি দেশব্যাপী মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করছে।

বৃহস্পতিবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে মসুর ডাল ৫৫ টাকা বিক্রি হলেও নতুন দর অনুযায়ী কেজি প্রতি ৫ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়।  আর ছোলা ৭০ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৬৫ টাকা  কেজি। তবে খেজুরের দর একটু বেশিই কমিয়েছে প্রতিষ্ঠানটি। পূর্বে  প্রতি কেজি খেজুর ১২০ টাকা বিক্রি হলেও কেজিতে ২০ টাকা কমিয়ে ১০০ টাকা করা হয়েছে।

অপরিবর্তীত রয়েছে সয়াবিন তেল ও চিনির দর। পূর্বের মতোই সয়াবিন বিক্রি হচ্ছে ৮৫ টাকা লিটার এবং চিনি ৫৫ টাকা কেজি।

নতুন এ দর কার্যকর হবে শুক্রবার (১৮ মে) থেকে। রমজান উপলক্ষে সারাদেশে ১৮৪টি ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রি করছে।

এদিকে দর কমানোর পাশাপাশি বাড়ানো হয়েছে পণ্যের পরিমাণ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন ক্রেতা ৫ কেজি চিনি, ৫ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ১০ কেজি ছোলা এবং ২ কেজি খেজুর কিনতে পারবেন। যেখানে আগে একজন ক্রেতা ৪ কেজি করে চিনি ও মসুর ডাল, ৫ লিটার সয়াবিন, ৫ কেজি ছোলা এবং ১ কেজি খেজুর কিনতে পারতেন।

রাসেল/