মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতন বা লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা বা ৮ দশমিক ৬২ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর কমেছে ৬০ পয়সা ৪ দশমিক ৪৪ শতাংশ। সর্বশেষ লেনদেন হয়েছে ১২ টাকা ৯০ পয়সায়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ক্যাবল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫ টাকা ৪০ পয়সা বা ২ দশমিক ৯৭ শতাংশ।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো-আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, মডার্ণ ডাইং অ্যান্ড স্কিন প্রিন্টিং লিমিটেড, রূপালী ব্যাংক, এসিআই ফরমুলেশন লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার, সি অ্যান্ড এ টেক্সটাইল এবং ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
রাসেল/