দর তালিকার তলানিতে রিজেন্ট টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১৮ মে বৃহস্পতিবার টপটেন তালিকার একেবারে তলানিতে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড এবং দ্বিতীয় স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডে। এদিন কোম্পানি দুইটির শেয়ারের দর যথাক্রমে কমেছে ৩ টাকা বা ৯ দশমিক ৬১ শতাংশ এবং ৪ টাকা ৩ পয়সা বা ৭ দশমিক ৬ শতাংশ।

সাম্প্রতিক সময়ে কোম্পানি দুইটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে ‘অস্বাভাবিক’ এই মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে গতকাল বুধবার একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর এটিকেই দরপতনের মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বিশ্লেষণে দেখা যায়, গত ২ জানুয়ারি রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের দাম ছিল ১৫ টাকা ৭০ পয়সা। গত ১৬ এপ্রিল এটি বেড়ে ৩৬ টাকা ৩০ পয়সায় উঠে। মাত্র সাড়ে তিন মাসে শেয়ারটির দাম ১৩১ শতাংশ বৃদ্ধি পায়।

অন্যদিকে জানুয়ারির শুরুতে কে অ্যান্ড কিউর শেয়ারের দাম ছিল ৩৪ টাকা। গত ১৭ মে এটি বেড়ে দাঁড়ায় ৫৬ টাকা ৪০ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ৬৭ শতাংশ। অথচ কোম্পানিটি দীর্ঘদিন ধরে বন্ধ। নিজস্ব উৎপাদন বন্ধ থাকায় কারখানা অন্য প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে অনেক আগেই। চলতি হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৬-মার্চ’১৭) কোম্পানিটি শেয়ার প্রতি ৯৯ পয়সা।

ডিএসই তথ্য অনুযায়ী, রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের দর কমেছে ৩ টাকা বা ৯ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটি আজ সর্বশেষ ২৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ১ হাজার ৫৪৩ বারে ২৯ লাখ ৮৩ হাজার ৮১৬টি শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের দর কমেছে ৪ টাকা ৩ পয়সা বা ৭ দশমিক ৬ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২০৬ বারে ২৮ হাজার ৯৯৮টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ১ টাকা ১৪ পয়সা বা ৬ দশমিক ০৩ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দুলামিয়া কটন, ফাস ফাইন্যান্স, কোহিনুর কেমিক্যাল, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, আইপিডিসি ও তুং হাই ইন্ডাস্ট্রিজ।

আজকের বাজার:এলকে/এলকে/১৮ মে ২০১৭