দর তালিকার তালানিতে ফারইস্ট ফাইন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭ মে বুধবার টপটেন লুজার বা দর নেমে যাওয়ার শীর্ষে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ৮০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ।

ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, শেয়ারটি আজ সর্বশেষ ১০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ১ হাজার ৭০০ বারে ৩০ লাখ ৩১ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের দর কমেছে ১ টাকা বা ৭ দশমিক ০৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৪৩ বারে ১৮ লাখ ৯২ হাজার ৭৩৮টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ১ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ২৮ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রনী ইন্স্যুরেন্স, এফএএস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রগতি ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং ও ভ্যানগার্ড এএমএলবিডি মিউচ্যুয়াল ফান্ড-১।

আজকের বাজার:এলকে/এলকে/১৭ মে ২০১৭