দর পতনের শীর্ষে ইমাম বাটন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ অক্টোবর বুধবার টপটেন দরপতনের শীর্ষে রয়েছে ইমাম বাটন লিমিটেড। বুধবার কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ১৪১ বারে কোম্পানির ৬৭ হাজার ৪৩৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।

দরপতনে দ্বিতীয় স্থানে থাকা এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১ টাকা বা ১ দশমিক ১২ শতাংশ কমেছে। বুধবার ফান্ডটি সর্বশেষ ৯ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ৩৫ বারে ৩ লাখ ২ হাজার ২৫টি ইউনিট লেনদেন করেছে।

দরপতনে তৃতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। বুধবার শেয়ারটির সর্বশেষ ২২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩২ বারে ১০ হাজার ৬৮০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ ৩৮ হাজার টাকা।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে সি অ্যান্ড এ টেক্সটাইল, পেনিনসুলা, নর্দার্ন জুট, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা পেট, মর্ডার্ণ ডাইং ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

আজকের বাজার:এলকে/এলকে ৪ অক্টোবর ২০১৭