শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের গোল্ডেন সনের শেয়ার দর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার,১৩ নভেম্বর শতাংশ হিসাবে সবচেয়ে বেশি কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ,ডিএসই জানা গেছে, সোমবার কোম্পানিটির শেয়ার দর ১২.৮০ টাকা থেকে কমে দাড়িয়েছে ১১.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর কমেছে ০.৯০ টাকা বা ৭.০৩ শতাংশ। এ কারণেই কোম্পানিটি ডিএসইর টপটেনে দরপতনে তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দরপতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিনোবাংলার ৬.৭৮ শতাংশ, আজিজ পাইপসের ৬.৩৮ শতাংশ, মুন্নু সিরামিকের ৪.৭০ শতাংশ, ন্যাশনাল টি’র ৪.৬১৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.৬১৫ শতাংশ, লিগ্যাছি ফুটওয়্যারের ৪.১৮ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৪.০২ শতাংশ, তসরিফার ৩.৮৪ শতাংশ এবং এমআই সিমেন্টের শেয়ার দর ৩.৭৮ শতাংশ কমেছে।
আজকের বাজার:এলকে/এলকে ১৩ নভেম্বর ২০১৭