দর পতনের শীর্ষে ন্যাশনাল টি

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন দর পতনের শীর্ষে অবস্থান করছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৬৬ শতাংশ।

ডিএসই সূত্র জানায়, প্রতিদিন গড়ে কোম্পানিটির ২ কোটি ৯৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৪ কোটি ৮০ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর পতনের দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর কমেছে ৬ দশমিক ৪৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৪ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ৫ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া দর পতনে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪ দশমিক ৯১ শতাংশ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩ দশমিক ২৩ শতাংশ, স্টাইল ক্রাফট লিমিটেড ৩ দশমিক ১৯ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড ২ দশমিক ৮৪ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২ দশমিক ৭৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড ২ দশমিক ৬৭ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৪৭ শতাংশ দর কমেছে।

আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুন ২০১৭