দর পতনে শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) শতাংশের দিক দিয়ে দর হারিয়ে শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের দিনের চেয়ে ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ দর হারিয়ে টপ লুজারের শীর্ষে উঠে আসে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১৯ টাকা ৯০ পয়সায়। আজ প্রতিষ্ঠানটির শেয়ারের মোট লেনদেন ছাড়ায় ২ লাখ টাকা আর লেনদেন হয় ১১ হাজার ৩৮ টি শেয়ার।

এছাড়াও লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সাভার রিফ্র্যাকটরিজ লিমিটেড । ১১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ দর হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১০১ টাকা ৪০ পয়সায়। মোট লেনদেন হয় ২ হাজার ৫৭৮ টি শেয়ার, যার বাজারমূল্য ২ লাখ ৬১ হাজার টাকা।

টপ লুজারের তৃতীয় স্থানে উঠে আসা ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ২০ টাকায়। মোট লেনদেন হয় ১১ হাজার ৩০৪ টি শেয়ার, যার বাজার মূল্য ২ লাখ টাকা।

এছাড়া, টপ টেন লুজারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্সুরেন্স লিমিটেড, জনতা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

 

আজকের বাজার/মিথিলা