অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ জবাব দেয়া হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায়।
গত ১৮ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৪০ টাকা ২০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৪৯ টাকা ২০ পয়সা পর্য়সা পর্যন্ত লেনদেন হয়েছে। শেয়ারের দর বাড়ার হার অস্বাভাবিক মনে হওয়ায় কোম্পানিটিকে কারণ দর্শাও নোটিশ দেয় ডিএসই।
আজকের বাজার:এসএস/৩জানুয়ারি ২০১৮