দর বাড়ার শীর্ষে অ্যাপেক্স স্পিনিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যাপেক্স স্পিনিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ১৩৬ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৪৭৬ বারে ৪ লাখ ৩৬ হাজার ৪৫০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৫ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১৫ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৩ শতাংশ।

আজ শেয়ারটি সর্বশেষ ২৩০ টাকা দরে লেনদেন হয়।  কোম্পানিটি ৫ হাজার ২৭ বারে ৮ লাখ ১৬ হাজার ৩০৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য  ১৮ কোটি ৭১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ, রংপুর ফাউন্ডারি, এমবি ফার্মা, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, এশিয়া ইন্স্যুরেন্স ও রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড।

আরএম/