ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ অক্টোবর বৃহস্পতিবার টপটেন দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যাপেক্স স্পিনিং লিমিটেড। বৃহস্পতিবার শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ১৪১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৮৬ বারে ৯৮ হাজার ৯৬৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৩৮ লাখ টাকা।
দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড । এদিন শেয়ারটির দর বেড়েছে ৬৫ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ।
বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৯৩৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৮২ বারে ৭ হাজার ৩১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা মুন্নু জুট স্ট্যাফলার্সের ৫১ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৮২ শতাংশ দর বেড়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির ২৭৯ বারে ১৮ হাজার ৭৭৫টি শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুডস, স্ট্যান্ডার্ড সিরামিক, ফাইন ফুডস, এমবি ফার্মা, ফার্মা এইডস, ইফাদ অটোস ও জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে ১২ অক্টোবর ২০১৭