দর বাড়ার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯২ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ৯৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৬১০ বারে ১১ লাখ ৫৪ হাজার ২৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬৩ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৩৩৭ বারে ১১ লাখ ৮৭ হাজার ৯৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, নুরানী ডাইং, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ন্যাশনাল হাউজিং ফিন্যান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম টেক্সটাইল ও বিডি অটোকার্স লিমিটেড।