দর বাড়ার শীর্ষে আলিফ ম্যানুফেকচারিং

বছরের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতাংশের দিক দিয়ে দর বেড়ে শীর্ষে উঠে এসেছে আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১২ টাকা ১০ পয়সায়। আজ প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছাড়িয়েছে ১৯ কোটি ৮৭ লাখ টাকা আর মোট লেনদেন হয় ১ কোটি ৬৬ লাখ ৩১ হাজার ১৯৪ টি শেয়ার।

এছাড়াও গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এ্যাপেক্স ফুডস লিমিটেডের ১৭ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১৯৫ টাকা ৮০ পয়সায়। মোট লেনদেন হয় ৩ কোটি ২৯ লাখ ২ হাজার টাকার শেয়ার। মোট শেয়ার লেনদেন হয় ১ লাখ ৭৩ হাজার ৯৮৫টি।

তৃতীয় স্থানে উঠে আসা এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৩৫ টাকা ৫০ পয়সায়। মোট লেনদেন হয় ২২ লাখ ৮০ হাজার ৪৩৩ টি শেয়ার, যার বাজার মূল্য ৭ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার টাকা।

এছাড়া, টপ টেন গেইনারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো:  এপেক্স স্পিনিং লিমিটেড, ডেলটা স্পিনিং লিমিটেড, জেএমআই সিরিঞ্জ মেডিকেল ডিভাইসেস লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড, ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, বিডিকম অনলাইন লিমিটেড।

 

আজকের বাজার/মিথিলা