ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। এদিন শেয়ারটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৩১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৫৩৭ বারে ৬২ লাখ ৮১ হাজার ৪৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১৮ কোটি ৯১ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৭ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ২৬৬ বারে ৩২ লাখ ৬৫ হাজার ৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৪৯ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিং মিলসের ৯০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ দর বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, সায়হাম কটন, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং, ন্যাশনাল ফিড মিল ও আইসিবি সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।