ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৪১ বারে ৫ লাখ ৯০ হাজার ৮৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৩ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আজ ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৮০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ।
আজ ফান্ডটি সর্বশেষ ৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ২৭০ বারে ১০ লাখ ৩৭ হাজার ৫০০টি ইউনিট লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৪৮ শতাংশ দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক, আইসিবি ইম্পলোয়েস প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
আরএম/