আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়ে যারা শীর্ষে উঠে এসেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার ৯ দশমিক ৮২ শতাংশ বা ৪ টাকা ৯০ পয়সা দর বেড়ে লেনদেন হয় ৫৪ টাকা ৮০ পয়সায়। আর ১ হাজার ৪৬৯ বারে ৩৩ লাখ ৭৩ হাজার ২৭১ টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১৮ কোটি ৩২ লাখ ৮৯ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে উঠে আসে নুরানী ডাইং লিমিটেড। এই দিন প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৪ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটি শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৯০ পযসায় লেনদেন হয়। প্রতিষ্ঠানটি ২ হাজার ১৬৩ বারে ৮৮ লাখ ২২ হাজার ৫৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৪১ লাখ টাকা।
জাহিন টেক্সটাইল লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩১২ বারে ৫ লাখ ৬ হাজার ১৪২ শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।
অন্য প্রতিষ্ঠানটিগুলো হচ্ছে- মাইডাস ফাইন্যান্স, মালেক স্পিনিং, রিপাবলিক ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স,রিজেন্ট টেক্সটাইল,তসরিফা ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল।
আজকের বাজার/মিথিলা