ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, রোববার শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ বারে ৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০০০ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৮০ পয়সা বা ১ দশমিক ১৩ শতাংশ।
আজ শেয়ারটি সর্বশেষ ৭১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১২৪ বারে ৯৪ হাজার ৮৭৭ টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইল লিমিটেডের ৯০ পয়সা বা ২ দশমিক ৫৯ শতাংশ দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হা-ওয়েল টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন, প্রগতি ইন্স্যুরেন্স, উত্তরা ফিন্যান্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও জেমিনি সি ফুড লিমিটেড।
আরএম/