ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন দর বাড়ার শীর্ষে রয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। ফান্ডটির প্রতিটি ইউনিট দর বেড়েছে ৭০ পয়সা বা ৮ দশমিক ১৪ শতাংশ।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, ফান্ডটি সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ২ বারে ১৫ টি ইউনিট লেনদেন করে।
দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৯ শতাংশ।
বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এক হাজার ৯০১ বারে কোম্পানিটি ১ কোটি ৯১ লাখ ৪ হাজার ৩০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৫ কোটি ৫৭ লাখ টাকা।
দর বৃদ্ধিতে তৃতীয় স্থানে থাকা ডেল্টা স্পিনার্সের ৫০ পয়সা বা ৪ দশমিক ৩৯ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির ২ হাজার ৭৭ বারে ৯০ লাখ ৩০ হাজার ৬৪১টি শেয়ার লেনদেন হয়েছে।
দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, উত্তরা ব্যাংক, তসরিফা ইন্ডাস্ট্রিজ, এক্সিম ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
আজকের বাজার : এলকে/এলকে ২১ সেপ্টেম্বর ২০১৭