সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে শতাংশের দিক দিয়ে দর বেড়ে শীর্ষে উঠে এসেছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ৫ টাকা বা ৯ দশমিক ৮৮ শতাংশ দর বেড়ে টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৫৫ টাকা ৬০ পয়সায়। দিনশেষে প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছাড়িয়েছে ৩ কোটি ১২ লাখ টাকা আর মোট লেনদেন হয় ৫ লাখ ৬৮ হাজার ১৬৬ টি শেয়ার।
এছাড়াও গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে কেয়া কসমেটিক্স লিমিটেড। ৭০ পয়সা বা ৯ দশমিক ৪৬ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৮ টাকা ১০ পয়সায়। মোট লেনদেন হয় ১ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৯৮৬ টি শেয়ার, যার বাজার মূল্য ১০ কোটি ৮৩ লাখ ৮২ হাজার টাকা।
তৃতীয় স্থানে উঠে আসা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দর বেড়েছে ৪ টাকা বা ৯ দশমিক ৪৫ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৪৪ টাকা ২০ পয়সায়। মোট লেনদেন হয় ৩০ লাখ ৩৮ হাজার ৮৭৩টি শেয়ার, যার বাজার মূল্য ১৪ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকা।
এছাড়া, টপ টেন গেইনারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো - ওয়াটা কেমিক্যালস লিমিটেড,সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, লিবরা ইনফিউশনস লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল লিমিটেড ।
আজকের বাজার/মিথিলা