সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) শতাংশের দিক দিয়ে দর বেড়ে টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ১ টাকা ৫০ পয়সা বা ২ দশমিক ৫০ শতাংশ দর বেড়ে টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৬১ টাকা ৬০ পয়সায়। আজ প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছাড়িয়েছে ১৭ লাখ টাকা আর মোট লেনদেন হয় ২৬ হাজার ৯২২ টি শেয়ার।
এছাড়াও গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৯৬ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১ হাজার ৬শ ৩৬ টাকা। মোট লেনদেন হয় ৭৬ হাজার ৪৭৩ টি শেয়ার। যার বাজারমূল্য ১২ কোটি ২৭ লাখ টাকা।
তৃতীয় স্থানে উঠে আসা জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস লিমিটেডের দর বেড়েছে ২৩ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৫৬ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৩৭৫ টাকা ৫০ পয়সায়। মোট লেনদেন হয় ২ লাখ ৩৯ হাজার ৫৪২ টি শেয়ার, যার বাজার মূল্য ৮ কোটি ৯০ লাখ ৫৭ হাজার টাকা।
এছাড়া, টপ টেন গেইনারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ অটোকারস লিমিটেড, লিগাসি ফুটওয়ার লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, গ্লাক্স্যোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
আজকের বাজার/মিথিলা