আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়ে যারা শীর্ষে উঠে এসেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন প্রতিষ্ঠানটির শেয়ার ৯ দশমিক ৮৫ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা দর বেড়ে লেনদেন হয় ১৫ টাকা ৬০ পয়সায়। আর ৬৬১ বারে ১৩ লাখ ৯৭ হাজার ৪১ হাজার ৪৬১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ২ কোটি ১২ লাখ ২ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে উঠে আসে ইস্টার্ন কেবলস। এই দিন প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২৬ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটি সর্বশেষ ৩৩৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। প্রতিষ্ঠানটি ১ হাজার ৮২৫ বারে ২ লাখ ২৩ হাজার ৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ ২১ হাজার টাকা।
শেপার্ড লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৫৬শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৪ টাকায় লেনদেন হয়। কোম্পানিটি ২২৫ বারে ২ লাখ ৫০ হাজার ৫২৯ শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৩ লাখ টাকা।
অন্য প্রতিষ্ঠানটিগুলো হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুওেহ্ন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড,প্রাইম ইন্স্যুরেন্স,এসকে ট্রিমস,ওরিয়ন ইনফিউশন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স,ইসলামি ইন্স্যুরেন্স।
আজকের বাজার/মিথিলা