সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতাংশের দিক দিয়ে দর বেড়ে শীর্ষে উঠে এসেছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১৬ টাকা ৫০ পয়সায়। আজ প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ৫১ লাখ টাকা আর মোট লেনদেন হয় ৯ লাখ ২০ হাজার ৫১৭ টি ইউনিট।
এছাড়াও গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৩৪ টাকা ১০ পয়সায়। মোট লেনদেন হয় ৩ কোটি ৪৮ লাখ ১৩ হাজার টাকার শেয়ার। মোট শেয়ার লেনদেন হয় ১০ লাখ ২৪ হাজার ২২৭টি।
তৃতীয় স্থানে উঠে আসা এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের দর বেড়েছে ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১০ টাকায়। মোট লেনদেন হয় ৪৬ লাখ ২৯ হাজার ৬৩৭ টি শেয়ার, যার বাজার মূল্য ৪ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকা।
এছাড়া, টপ টেন গেইনারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড, আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড, ডেলটা স্পিনার্স লিমিটেড
আজকের বাজার/মিথিলা
।