ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ৩জানুয়ারি লেনদেন শেষে দর বাড়ার শীর্ষে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ২৪ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৬২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।শেয়ারটি সর্বশেষ ৪৫৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ২৩৫ বারে ৮৪ হাজার ৯৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৫ শতাংশ।
আজ শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৭৬০ বারে ৫ লাখ ১৬ হাজার ২৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৮৫ লাখ টাকা।
এ তালিকায় তৃতীয় স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিনের ১ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৯৩ শতাংশ দর বেড়েছে। বুধবার কোম্পানিটির এক হাজার ৪৭৮ বারে ১৬ লাখ ৫৪ হাজার ৪১১টি শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যাইল ক্রাফট, কনফিডেন্স সিমেন্ট, বিডিকম অনলাইন, স্যালভো কেমিক্যাল, রূপালী ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার্স ও নাহি আলুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।
আজকের বাজার:এসএস/৩জানুয়ারি ২০১৮