ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭ সেপ্টেম্বর বুধবার টপটেন দর বাড়ার শীর্ষে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। বুধবার শেয়ারটির দর ১৩ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ১৪৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৭৩৬ বারে ১৭ লাখ ৬৬ হাজার ৬১১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৯ লাখ টাকা।
দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড । এদিন শেয়ারটির দর বেড়েছে ৭০ পয়সা বা ৪ দশমিক ১২ শতাংশ।
বুধবার কোম্পানিটি সর্বশেষ ১৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। ১৮৬ বারে ৩ লাখ ৬৬ হাজার ১১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের ৭০ পয়সা বা ৩ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। বুধবার কোম্পানিটির ৫০৪ বারে ৮ লাখ ৪১ হাজার ৬৭টি শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
আজকের বাজার : এলকে/এলকে ২১ সেপ্টেম্বর ২০১৭