সোমবার ১জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বাড়ার শীর্ষে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৬৯৩ বারে ৫৪ লাখ ৬০ হাজার ৮১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ১৩ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। এদিন ফান্ডটির দর বেড়েছে ২০ পয়সা বা ২ দশমিক ৭০ শতাংশ। সর্বশেষ ৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ৬ বারে ৬১ হাজার ২১০টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ই্স্যুরেন্স ৬০ পয়সা বা ২ দশমিক ৬৮ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটি ৫ বারে এক হাজার ১৩৯টি শেয়ার লেনদেন হয়েছে।
এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, ইনটেক,প্যারামাউন্ট টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, রূপালী লাইফ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড।
আজকের বাজার:এসএস/১জানুয়ারি ২০১৭