ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে তিতাস গ্যাস ট্রন্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড। এদিন শেয়ারটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৫৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৮১২ বারে ৩৪ লাখ ২৮ হাজার ৫৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১৮ কোটি ২৬ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৯৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭ হাজার ৮৭৪ বারে এক কোটি ৭ লাখ ১১ হাজার ৬০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ কোটি ১ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকসের ৯০ পয়সা বা ৪ দশমিক ৫৭ শতাংশ দর বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশন, ডরিন পাওয়ার, ড্যাফোডিল কম্পিউটার্স ও হামিদ ফেব্রিক্স, প্রাইম ইন্স্যুরেন্স, পদ্মা অয়েল ও আমান ফিড।
সুত্র: অর্থসূচক