ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮ অক্টোবর রোববার টপটেন দর বাড়ার শীর্ষে রয়েছে নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। রোববার শেয়ারটির দর ৩৫ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, রোববার শেয়ারটি সর্বশেষ ৪৪৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩৯১ বারে ৬০ হাজার ৭৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড । এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭ পয়সা বা ৫ দশমিক ৭০ শতাংশ।
রোববার কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। ৬১ বারে ৬৭ হাজার ৭১৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৫৩ শতাংশ দর বেড়েছে। রোববার কোম্পানিটির ২ হাজার ৪১ বারে ৪৯ লাখ ৭৬ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- উত্তরা ব্যাংক, স্টাইল ক্রাফট, ইসলামী ব্যাংক, ইফাদ অটোস, বিডি ফিন্যান্স, অ্যাপেক্স ট্যানারি ও প্রিমিয়ার লিজিং।
আজকের বাজার:এলকে/এলকে ৮ অক্টোবর ২০১৭