সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বোশ দও বেড়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পনীর। অঅজ টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে দখল করে রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি। দশটির মধ্যে নয়টিই তাদের দখলে। এ
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিন শেয়ারটির দর বেড়েছে ১৮ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২০০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন প্রতিষ্ঠানটি ৬৭১ বারে ৩ লাখ ৯৯ হাজার ৮৫৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৯৮ লাখ ২২ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২২৯ বারে ১ লাখ ৮১ হাজার ১০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৪ হাজার টাকা।
সানলাইফ ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২৫৭ বারে ১ লাখ ৯১ হাজার ৭৬১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৯ লাখ ২৮ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও ইস্টার্ন কেবলস।
আজকের বাজার/মিথিলা