দর বাড়ার শীর্ষে পেনিনসুলা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ২২ নভেম্বর টপটেনে দর বাড়ার শীর্ষে রয়েছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। বুধবার শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৬৫ বারে ১৩ লাখ ৪২ হাজার ৬৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ টাকা।

দর বাড়ার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড । এদিন শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ।

বুধবার কোম্পানিটি সর্বশেষ ১০৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি দুই হাজার ৫৭ বারে ৫ লাখ ৩৩ হাজার ৪০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৪ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন কেবলসের ১৯ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ দর বেড়েছে। বুধবার কোম্পানিটির ৫১৭ বারে ১ লাখ ৩৬ হাজার ১২৮টি ‌শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট, নর্দার্ণ জুট, জিবিবি পাওয়ার, বিবিএস ক্যাবলস, ফুয়াং সিরামিক, সিএপিএলবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ও প্রিমিয়ার সিমেন্ট।

আজকের বাজার:এলকে/এলকে ২২ নভেম্বর ২০১৭