দর বাড়ার শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়ে যারা শীর্ষে উঠে এসেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির প্রতিটি ইউনিট ৯ দশমিক ৫৭ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা দর বেড়ে লেনদেন হয় ১২ টাকা ৬০ পয়সায়। আর ৭৯৭ বারে ২৯ লাখ ৩৫ হাজার ৫১৫ টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৬২ লাখ ৬১ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে উঠে আসে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট। এই দিফান্ডটির দর বেড়েছে ৭০ পয়সা বা ৯ দশমিক ৪৭ শতাংশ। এদিন ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। প্রতিষ্ঠানটি৭৪২ বারে ১১ লাখ ৪৭ হাজার ২০৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা।

রানার অটোমোবাইল লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৮৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ৮৫৮ বারে ১১ লাখ ৪৯ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৮০ লাখ টাকা।

অন্য প্রতিষ্ঠানটিগুলো হচ্ছে- বঙ্গোজ লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড,এসইএম্ল গ্রোথ ফান্ড, আইটিসি, ফাইন ফুডস, আইএফআইএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড ওয়ান,সিএপিএ ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।

 

আজকের বাজার/মিথিলা