ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। এদিন শেয়ারটির দর ৬ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৪৬ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৪৭৮ বারে ৯ লাখ ২০ হাজার ৫৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১৩ কোটি ৪০ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। এদিন ফান্ডটির দর বেড়েছে ৪০ পয়সা বা ৪ দশমিক ১২ শতাংশ। আজ ফান্ডটি সর্বশেষ ১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৫১ বারে ১ লাখ ৪২ হাজার ৮০৯টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা আইডিএলসি ফিন্যান্সের ৩ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৭৫ শতাংশ দর বেড়েছে। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম স্টিল লিমিটেড, গ্রামীনফোন, রংপুর ফাউন্ডারি, প্রাইম ব্যাংক, রহিম টেক্সটাইল, এমজেএল বিডি ও স্ট্যান্ডার্ড সিরামিক।