দর বাড়ার শীর্ষে বিডি ল্যাম্পস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৫১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ ২০১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৯৩৭ বারে ৩ লাখ ৯ হাজার ৭৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২৪ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা বা ৭ দশমিক ৪৫ শতাংশ।

আজ শেয়ারটি সর্বশেষ ১০০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।  কোম্পানিটি ২ হাজার ৩২৫ বারে ৭ লাখ ৩৮ হাজার ৯৫৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ২১ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকস লিমিটেডের ৮ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ৪৫ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফ্যাস ফিন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, বিজিআইসি, ডাচ-বাংলা ব্যাংক ও প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড।

আরএম/