দর বাড়ার শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এদিন শেয়ারটির দর ২ টাকা  বা  ১১ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৬২৩ বারে এক কোটি ৬১ লাখ ৭৩ হাজার ৫৭৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৩০ কোটি ৭ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৫ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ  ৪৫  টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

এদিন কোম্পানিটি ৫ হাজার ৬১৯ বারে এক কোটি ২১ লাখ ৩৬ হাজার ৭৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৩ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা জিএসপি ফিন্যান্সের ২ টাকা বা ৬ দশমিক ৭১  শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স, আইপিডিসি, মতিন স্পিনিং, অ্যাক্টিভ ফাইন, ড্যাফোডিল কম্পিউটার্স, কেয়া কসমেটিকস ও আল-হাজ্ব টেক্সটাইল

সুত্র: অর্থসূচক