আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক। দিন শেষে শেয়ারটির দর বেড়েছে ১৫ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৬৫ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনশেষে শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৫৫ টাকায়। এদিন প্রতিষ্ঠানটির ৪ হাজার ৪৪ বারে ৪ লাখ ৮৬ হাজার ৯৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা।
টপ গেইনারের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাওয়ার গ্রীড কোম্পানি। এই কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৫৮ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির সর্বশেষ লেনদেন হয় ৬৪ টাকা ৩০ পয়সায়। প্রতিষ্ঠানটি ২ হাজার ৪৯২ বারে ৩০ লাখ ১৬ হাজার ৭৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৩২ লাখ ৭২ হাজার টাকা।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৮৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। প্রতিষ্ঠানটি ৯৫ বারে ৬৪ হাজার ১৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ লাখ ১২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে: লাফার্জ হোলসিম লিমিটেড, ডেসকো, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক লিমিটেড।
আজকের বাজার/মিথিলা