ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ১০১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৭ বারে ৫৮ হাজার ৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৮ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৭২৯ বারে ২৩ লাখ ৯৮ হাজার ৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, এসিআই ফরমুলেশন, লিবরা ইনফিউশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা ও এম.এল ডাইং লিমিটেড।