চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ডিএসইতে শতাংশের দিক দিয়ে দর বেড়ে শীর্ষে উঠে এসেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ৯৬ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৮৫ শতাংশ দর বেড়ে টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১ হাজার ৬২১ টাকা ৯০ পয়সায়। আজ প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছাড়িয়েছে ১২ কোটি ১০ লাখ টাকা আর মোট লেনদেন হয় ৭৪ হাজার ৯১৩ টি ইউনিট।
এছাড়াও গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড। ১৬২ টাকা ৩০ পয়সা বা ৫ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৩ হাজার ৪০৮ টাকা ৫০ পয়সায়। মোট লেনদেন হয় ১৯ হাজার ৬০০ টি শেয়ার। যার বাজার মূল্য ৬ কোটি ৬৭ লাখ টাকা।
তৃতীয় স্থানে উঠে আসা ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের দর বেড়েছে ৪৫ টাকা ৩০ পয়সা বা ৩ দশমিক ৪৩ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ১ হাজার ৩৬৪ টাকা ১০ পয়সায়। মোট লেনদেন হয় ১৩ হাজার ৫১৮ টি শেয়ার, যার বাজার মূল্য ১ কোটি ৮৫ লাখ টাকা।
এছাড়া, টপ টেন গেইনারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লি:,রিলায়েন্স ইন্সুরেন্স লি:,আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড,রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লি:, ব্যাংক এশিয়া লি, রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি:, আমরা টেকনোলজিস লি:।
আজকের বাজার/মিথিলা