সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারের তালিকাভুক্ত যেসব কোম্পানি দর বৃদ্ধির তালিকায় রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে এইচআর টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এদিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১১ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা শেপার্ড ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, আনলিমা ইয়ার্ন, তাকাফুল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা ও কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।
রাসেল/