দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথম রয়েছে কুইন সাউথ টেক্সটইল মিলস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা  বা ৯ দশমিক ৮০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। আর লেনদেন করেছে এক হাজার ৫৭২ বারে ১৭ লাখ ৩১ হাজার ২৪৬টি শেয়ার। যার বাজার মূল্য ৮ কোটি ৪২ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় থাকা এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর বেড়েছে ৪০ পয়সা বা ৪ দশমিক ৬৫ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ৯ টাকা দরে লেনদেন হয়।  কোম্পানিটি  ৪৬৮ বারে ৪৩ লাখ ৮৫ হাজার ৩২৯টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। ফান্ডটির দর কমেছে ৪০  পয়সা বা ৫ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইভিন্স টেক্সটাইল, মুন্নু জুট স্ট্যাফলার্স, ইস্টার্ন কেবলস, জিপিএইচ ইস্পাত, প্রিমিয়ার সিমেন্ট ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)।

রাসেল/