ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার টপটেন দর বাড়ার শীর্ষে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ৭১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৯৯৮ বারে ১৯ লাখ ২২ হাজার ৫৮৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৫০ লাখ টাকা।
দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে আমরা টেকনোলজি। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২ পয়সা বা ৫ দশমিক ৮৪ শতাংশ।
কোম্পানিটি সর্বশেষ ৩৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এক হাজার ৬৬৩ বারে ১৯ লাখ ৭৮ হাজার ৭১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা শাহজালাল ইসলামী ব্যাংকের ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির ২ হাজার ৫৮৬ বারে ২ কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৭৮৭টি শেয়ার লেনদেন হয়েছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পূবালী ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আইপিডিসি, ইনটেক লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
আজকের বাজার : এলকে/এলকে ২৬ সেপ্টেম্বর ২০১৭