দর বাড়ার শীর্ষে রূপালী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতাংশের দিক দিয়ে দর বেড়ে শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ দর বেড়ে টপ গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৪২ টাকা ২০ পয়সায়। আজ প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছাড়িয়েছে ৪ কোটি ৩৬ লাখ টাকা আর মোট লেনদেন হয় ১৯০ লাখ ৭২ হাজার ১৬২ টি শেয়ার।

এছাড়াও গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের ২ টাকা ৮০ পয়সা বা ৯দশমিক ৮৯ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিটি শেয়ারের লেনদেন হয় ৩১ টাকা ১০ পয়সায়। মোট লেনদেন হয় ৬ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার। মোট শেয়ার লেনদেন হয় ২১ লাখ ২২ হাজার ৯২৬টি।

তৃতীয় স্থানে উঠে আসা এপোলো এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ২ টাকা বা ৭ দশমিক ৩৩ শতাংশ। দিনশেষে প্রতিটি শেয়ারের লেনদেন হয় ২৯ টাকা ৩০ পয়সায়। মোট লেনদেন হয় ৩৮ লাখ ৯০ হাজার ৯৮৯ টি শেয়ার, যার বাজার মূল্য ৮ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকা।

এছাড়া, টপ টেন গেইনারে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড, এসআইবিএল, নর্দার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড।

 

 

আজকের বাজার/মিথিলা